দূরপাল্লার একটি বোমারু বিমানের গতিপথ আটকে দেয়ায় রাশিয়ায় বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ রাশিয়ার দু’টি জঙ্গিবিমান যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে।
এতে বলা হয়, গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমান নিয়মিত উড্ডয়নে ছিল। এ সময় রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমান সেটির গতিপথ আটকে দেয়।
ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।
বিষয়টিকে আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থি উল্লেখ করে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেবে।