বুধবার কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা কেএমপি’র ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিরাপদ ও যানজট মুক্ত সড়ক ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।- খবর বিজ্ঞপ্তি