খুলনা সোনাডাঙ্গা মডেল থানার অর্ন্তগত বানিয়াখামার মৌজাধীন গোবরচাকা মেইন রোড পার্শ্বস্থ্য আর এস দাগ নং-৬১৬৩ (অংশ) এর উপর শেখ দীন মোহাম্মদ, পিতা-মৃতঃ বেলায়েত আলী শেখ কর্তৃক খেলাপীভাবে নির্মাণাধীন বহুতল ভবনে কেডিএ কর্তৃক সকল প্রকার আইনী প্রক্রিয়া সম্পন্ন করে এবং মালিক কর্তৃক খেলাপীভাবে নির্মাণাধীন অংশ অপসারন না করায় কেডিএ কর্তৃক অদ্য ২৭/০১/২০২১ তারিখে সকাল ৯.৩০ ঘটিকায় ভবনটির খেলাপী অংশ ভাঙ্গা হয়। তৎপর দুপুর ১.৩০ ঘটিকায় বানিয়াখামার মৌজাধীন কেডিএ সোনাডাঙ্গা (১ম পর্যায়) আবাসিক এলাকার প্লট নং-১৬৯ এর উপর জনাব শেখ মোঃ রাসেল আলম, পিতা-মৃতঃ এস এম আব্দুস সামাদ এর নির্মাধীন বহুতল ভবনের খেলাপী অংশ ভাঙ্গা হয়। ভাঙ্গার কার্যক্রম চলার সময়ে কেডিএ’র ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অথরাইজড অফিসার, ম্যাজিষ্ট্রেট মহোদয় এবং ইমারত নির্মাণ কমিটির সদস্যগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয় ভাঙ্গার কার্যক্রম পরিদর্শন করেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।- প্রেস বিজ্ঞপ্তি