কেডিএ’র উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রথমে ২৭নং কেডিএ এ্যাপ্রোচ রোড, সোনাডাঙ্গা এলাকায় তুষার কান্তি দোবের মালিকানাধীন ৫ তলা ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।
এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ আরও ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।
সোনাডাঙ্গা খা বাড়ি এলাকায় ইয়াসিন আলী হাওলাদারের অননুমোদিত নির্মাণাধীন ভবনের গ্রেডবীম কেটে দেয়াসহ রড ও সাটারিং অপসারণ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
টুটপাড়া এলাকার তিলোকা রানী কুন্ডুর নির্মাণাধীন একতলা ভবনের সামনে ও পিছনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত বর্ধিত অংশের সাটারিং অপসারণ করে রড কেটে দেওয়া হয়।
লবনচরা জিন্নাহপাড়া এলাকার শেখ আব্দুল মামুন কর্তৃক তিন বছর পূর্বে নির্মিত ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত সামনে ও পিছনের পাঁচ ফুট পর্যন্ত বর্ধিত অংশের ছাদ কেটে দেয়া হয়।
এ সকল অপসারণ কাজে কেডিএ নানা ধরণের আধুনিক যন্ত্রপাতিসহ প্রায় বিশজন শ্রমিক নিয়োজিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেডিএ’র অথরাইজড অফিসার, জি এম মাসুদুর রহমান এবং কেডিএ’র নির্বাহী ম্যাজিেেষ্ট্রট দীপংকর দাস।
এ সময় কেডিএ’র সকল ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।