বিএনপির কেন্দ্র ঘোষিত ৩ দিনের কর্মসূচির শেষ দিনে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে বর্তমান সরকারের আজ্ঞাবহ ও মেরুদন্ডহীন দূর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচীতে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।-খবর বিজ্ঞপ্তি