খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নগরীর ১০নং ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর ১০নং ওয়ার্ড নির্বাচন প্রচারণা কমিটির আহবায়ক খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার ও সদস্য সচিব ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলামের নেতৃত্বে মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে মানসি বিল্ডিং থেকে মিছিল নিয়ে, বঙ্গবাসী মোড়, বাটা মোড়, চিত্রালী সুপার মার্কেট, চিত্রালী বাজার, খালিশপুর পৌর সুপার মার্কেট, লির্বাটি মোড়সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।
এসয় উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন প্যারেট, সাংবাদিক নেতা নূর হাসান জনি, ইমরান হোসেন পান্নু, শেখ ইব্রাহিম, মোঃ পারভেজ আলম, শারমিন রহমান শিখা, সালমা বেগম, ইলা রহমান, মনির হোসেন বাবু, আব্দুর রহমান লিটন, সিরাজুল ইসলাম, শামসুদ্দিন কচি, শরিফ ক্বারী মিজানুর রহমান, আব্দুল ওহাব, ফজুলল হক বাবু, মইনুল ইসলাম সোমা, মিজানুর রহমান, নয়া মিয়া আকন, মনিরুল ইসলাম, রিশাদ আনোয়ার অরি, লিয়াকত আলী খান, মোঃ রিপন, শাহাবুদ্দিন, শাহজাহান, ইয়াসিন আহম্মেদ বাবু, মাস্টার শুভ, সাইফুল ইসলাম রাব্বী, বিপ্লব, রানা, হুমায়ন শিকদার, চৌধুরি রুবেল, মানিক শিকদার, বাপ্পী, শাওন, আশিক, ইমরান, পাভেল শেখ, শুভ চৌধুরী, শরিফ, রাইসুল ইসলাম হৃদয় ছাড়াও গণসংযোগকালে রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, খুলনা নগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নির্বাচিত করুন।