ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে সমিতির সুহৃদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য ১৪ মে ২০২২ বাদ মাগরিব নগরীর ইকবালনগরস্থ বর্ণমালা শিশু শিক্ষালয় মিলনায়তনে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বাগত বক্তৃতা করেন সমিতির প্রতিষ্ঠাতা নেতা মোঃ ফিরোজ আলম খান।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, সমিতির নেতা আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, এম এ সালাম, আব্দুর রাজ্জাক, রোটাঃ প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, হুমায়ুন কবীর খান, শিক্ষক আবুল কালাম, আব্দুস সালাম মোল্লা, মামুন রেজা হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিবর রহমান খন্দকার।