সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্রিসমাস কার্ডে আর্তি, ‘আমাদের বাঁচান | চ্যানেল খুলনা

ক্রিসমাস কার্ডে আর্তি, ‘আমাদের বাঁচান

আন্তর্জাতিক ডেস্কঃআমরা চীনের সাংহাইয়ে কিংপু জেলের বিদেশি বন্দি। আমাদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন। মানবাধিকার সংগঠনকে খবর দিন। এই লিংকটা নিয়ে পিটার হামফ্রির সঙ্গে যোগাযোগ করুন।

মেয়ের বন্ধুদের জন্য উপহার হিসেবে সুপারমার্কেট থেকে ক্রিসমাস কার্ড কিনেছিলেন লন্ডনের এক নারী। কার্ড খুলে তার মেয়ে দেখে, তাতে এমন লেখা রয়েছে। মা-বাবাকে ডেকে তা দেখায় সে।

এদিকে চীনের সরবরাহকারীর সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন করেছে ওই সুপারমার্কেট সংস্থা টেসকো। তবে নিজেদের দেশের কারাগারে বিদেশি বন্দিদের দিয়ে জোর করিয়ে কাজ করিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছে চীন।

টেসকো জানায়, বিষয়টি জানতে পেরে গত শুক্রবার এ নিয়ে তদন্ত শুরু করেছেন তারা। আপাতত ক্রিসমাস কার্ড বিক্রিও বন্ধ করে দেয়া হয়েছে।

ব্রিটেনের সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত দুবছর ধরেই সাংহাইয়ের কিংপু কারাগারে বিদেশিদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে।

তবে ওই রিপোর্টকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টেসকোর সরবরাহকারী সংস্থা এবং চীন সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াংয়ের দাবি, ব্রিটিশ সংবাদপত্রের সাংবাদিকই এ ধরনের নাটকীয় রিপোর্ট বানিয়েছেন।

যে প্রেসে ওই কার্ড ছাপানো হয়েছিল, সেই ঝেজিয়াং ইয়ানগুয়াং প্রিন্টিংয়ের দাবি, এ বিষয়ে কিছুই শোনেননি তারা। এমনকি ওই কার্ড আদৌ তাদের প্রেসে ছাপানো হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা।

এর আগে ২০১৩ সালে ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, হ্যালুইন উপলক্ষে কেনা জিনিসপত্রের মধ্যে চীনের এক সাবেক কারাবন্দির একটি আর্তিভরা চিঠি পেয়েছিলেন আমেরিকার ওরেগনের এক নারী।

তাতে ওই কারাবন্দি লিখেছিলেন– ‘স্যার, আপনি যদি কখনও এই জিনিসটি কেনেন, তা হলে বিশ্ব মানবাধিকার সংগঠনে এই চিঠিটি পাঠিয়ে দিন। এখানে হাজার হাজার মানুষ চীনের কমিউনিস্ট সরকারের দ্বারা নিপীড়িত।’

এ ধরনের ২০টি চিঠি বিভিন্ন দ্রব্যে ভরে দিয়েছিলেন ওই কারাবন্দি। পরের বছর উত্তর আয়ারল্যান্ডের এক বাসিন্দা নতুন কেনা একটি প্যান্টের পকেট থেকে একটি নোট পেয়েছিলেন। তাতে লেখা ছিল– ‘আমাদের দিনে ১৫ ঘণ্টা কাজ করতে হয়। যে খাবার জোটে তা কুকুর বা শূকরকেও কেউ খেতে দেবে না।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।