সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কয়রায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায় | চ্যানেল খুলনা

কয়রায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়

চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করেছেন একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে, কয়রা উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয় মানবিক বিভাগের একজন ছাত্রের কাছ থেকে শিক্ষা বোর্ডের ফি-১৮৫০ টাকা এবং এক বছরের বেতন ও সেশনচার্জসহ -৩১৫০ টাকা পর্যন্ত নিয়েছেন। এছাড়া কিছু কিছু প্রতিষ্ঠান বোর্ডের ফি – ১৮৫০ টাকা এবং অতিরিক্ত ৫০ টাকা খরচ সহ ১৯০০ টাকা নিয়ে ফরম ফিলাপ করেছেন। এ বিষয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে মহামারি করোনার কারনে একদিকে মানবিক সহায়তা দেখিয়ে বোর্ড ফি ছাড়া অতিরিক্ত ২০০ টাকা নিয়েছেন। অপর দিকে একাধিক প্রধান শিক্ষক জানিয়েছেন ফরম ফিলাপের সময় তারা বোর্ডে খরচ -১৮৫০ টাকা সহ এক বছরের বেতন ও সেশনচার্জ বাবদ ১০০০ থেকে ১৩০০ টাকা অতিরিক্ত নিয়েছেন। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে অনেকেই এর সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য পরীক্ষাথীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন এ ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, জায়গীর মহল তকিমুদ্দিন বিদ্যালয়, গিলাবাড়ী মাধ্যঃ বিদ্যালয়, মঠবাড়ী সেরাজিয়া মাধ্যঃ বিদ্যালয়, হড্ডা ডিএম ও হড্ডা মাধ্যঃ বিদ্যালয়, বাঁশখালী মাধ্যঃ বিদ্যালয়, মহেশ্বরীপুর মাধ্যঃ বিদ্যালয়। এর মধ্যে চন্ডিপুর, জায়গীর মহল, মঠবাড়ী সেরাজিয় এবং গিলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড খরচের বাইরে সর্বোচ্চ টাকা নিয়েছেন। এ বিষয় একাধিক অভিভাবক জানিয়েছেন শিক্ষকরা সারা বছর স্কুলে না গিয়ে সরকারের বেতন ভাতা খেয়েছেন এবং ছাত্র ছাত্রীরা স্কুলে না গেলেও তাদের কাছ থেকে ১ বছরের বেতন ও সেশনচার্জ সম্পূর্ণ নিয়ে ফরম ফিলাপ করেছেন। তারা আরও বলেন, মহামারি করোনা অনেকেরে ক্ষমা করলেও শিক্ষকরা ক্ষমা করেন নি। এ বিষয় খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন জানান, যে সকল প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নিয়েছেন সে টাকা ফেরত দেওয়া হবে এবং করোনা দূর্যোগের কারনে ছাত্রছাত্রীদের মানবিক সহায়তায় বোর্ডের খরচের বাইরে সামান্য কিছু খরচের টাকা নেওয়া হবে । তিনি বলেন, যে সব প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ নিয়েছেন তদন্ত পূর্বক সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।