চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার কয়রায় রোববার রাতে হঠাৎ করে পাউবো বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কপোতাক্ষ নদীর তীরে ২নং কয়রার স্লুইসগেট এলাকায় মুহূর্তের মধ্যে প্রায় ২শ হাত জায়গা নদীতে ধসে পড়ে। এতে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে গ্রামবাসীরা কোনোমতে বাঁধ সংস্কারের চেষ্টা করেন। তারা ভাঙনস্থলে মাটি ও বালি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুল ইসলাম জানান,ভাঙনে প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে আমাদের উর্ধতন কর্মকর্তাদের লিখিত ভাবে জানানো হয়েছে । আজ মঙ্গলবার সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফউজ্জামান খান ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন ।