কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেছেন কোনোভাবেই কোন ইস্যুতে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের সদস্যদের নিয়ে অবমাননা এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যদানকারীদের সহ্য করা হবে না। একটি অসৎ উদ্দেশ্য নিয়ে আজকে সমাজ কে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
দৌহিত্র, বাগেরহাট -০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপির পুত্র ও বাগেরহাট -০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের নামে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে কয়রা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়রা প্রেসক্লাব (তিন রাস্তার) মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ভোলা জেলার জনৈক মইনুল হোসেন বিপ্লব এর কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোপ সমাবেশে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, আল আমিন খোকন, জাকারিয়া হোসেন, ইউপি সদস্য লুৎফর রহমান, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সেচ্ছাসেবলীগ নেতা আকতারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আছাফুর রহমান, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সহ সভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, ইসমাইল হোসেন, রিজভী, ফেরদাউস, বেলাল আহমেদ বিল্লু, বেল্লাল, নিতিশ, মোস্তাফিজ, আশিক তুহিন, মোক্তারুল ইসলাম, মেহেদী হাসান রনি, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে উঠে আসা শত শত ছাত্রলীগ নেতৃবৃন্দ।