আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ কয়রা উপজেলা আওয়ামীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। শুক্রবার সকাল ১১ টায় কয়রা সদরে সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ গনসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মত বিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিৎ অধিকারী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা-৬ (কয়রা- পাইকগাছার) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু, সাবেক সংসদ এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমএম মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক নিমাইচন্দ্র, বেগ লিয়াকাত আলী, কামরুজ্জামান জামাল, এ্যাডঃ ফরিদ আহম্মেদ, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, এ্যাডঃ কেরামত আলী, রাসেদুল ইসলাম রাসেল, মোঃ খায়রুল আলম, ইঞ্জিঃ মাহবুবুল আলম, শেখ মনিরুল ইসলাম, জামিল খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’রীগ নেতা মোস্তফা রফিকুল ইসলাম সানা, জাফরুল ইসলাম পাড়, সুজিৎ কুমার রায়, এসএম হারুনর রশিদ, ইয়াকুব আলী, প্রভাষক শাহাবাজ আলী, আমির আলী গাইন, মাষ্টার খায়রুল আলম, নির্মল কুমার দাস, সমরেষ কুমার। ভাইস চেয়ারম্যান কমলেস সানা, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান, শাহনেওয়াজ শিকারি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ সালাম খান। যুবলীগ নেতা আব্দুল হাকিম, মোস্তফা সরোয়ার, সরদার জুলফিকার, জলিল তালুকদার, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল,
মতবিনিময় সভায় বক্তারা বলেন, খুলনা জেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদের বিজয় নিশ্চিত করতে সকল দ্বিধাদ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনের আগে জেলা পরিষদ নির্বাচন আমাদের জন্য সংশোধনের একটা সুযোগ। এটা আমাদের অগ্নি পরিক্ষা। তাই দলের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কোন মার্কা মুখ্য বিষয় নয়। বিষয় হলো শেখ হাসিনার প্রার্থী। শেখ হারুনর রশীদ জয় হলে শেখ হাসিনার জয় হবে। সেজন্য চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশীদ দলের মনোনীত প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচনে তাকে বিজয়ী করার অনুরোধ করেন। বক্তারা আরও বলেন, তিনি নির্বাচিত হলে, খুলনা জেলার ৯ টি উপজেলার বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, গির্জা, এতিমখানা, বৃদ্দাশ্রম নির্মানসহ বহুমুখি উন্নয়ন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।