কয়রা (খুলনা) প্রতিনিধি:: কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করায় দেশের মানুষ সকল কাজে সুফল ভোগ করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহির্বিশ্বে একজন সৎ ও নিষ্ঠাবান সরকার প্রধান হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি এমন একজন সরকার প্রধান যার বিদেশে কোন বাড়ি নেই, বিদেশী ব্যাংকে কোন একাউন্ট নেই। তার নির্দেশে আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আমার পুরো নির্বাচনী এলাকায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং জনগণের চাহিদা পূরণ করতে আমি বদ্ধপরিকর। আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের কল্যাণ সাধিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছায় দেওয়া সেই প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। কয়রায় এই কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। মুজিব বর্ষের আগেই কয়রাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। তিনি গতকাল শনিবার সকাল ১০ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর ৫নং ও ৬নং কয়রা গ্রামে শতভাগ বিদ্যুৎতের কাজ শেষ হওয়ার পর সংযোগ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই-আলম ছিদ্দিকি, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আশরাফ হোসেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহমেদ,পল্লী বিদ্যুৎতের এজিএম মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু,জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন অর রশিদ, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম, বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, প্রভাষক নজরুল ইসলাম,জেলা ছাত্রলীগ নেতা শেখ সাকিল, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাদল প্রমুখ। এর পর এমপি বাবু গড়িয়াবাড়ি ও হরিয়ারপুর লঞ্চঘাটের পল্টুনের উদ্বোধন করার পর স্থানীয় এলাকাবাসির সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বিকালে উত্তর বেদকাশি ইউনিয়নের কাশিরহাট ভাঙ্গন পরিদর্শন করেন এবং পানি বন্দি মানুষের খোজ খবর নেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া বাধ সংস্কারের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম,ইউপি সদস্য গনেশ মন্ডল,রেজাউল করিম, মহিলা ইউপি সদস্য সুলতানা মিলি, নুরজাহান, মরিয়াম ও আয়েশা সহ স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।