কয়রা (খুলনা ) প্রতিনিধি :: উপজেলার ফুলতলা বাজারের পল্লী চিকিৎসক ইমরান হোসেন তার বিরুদ্ধে আনা বিভিন্ন মিথ্যা তথ্যসহ অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। বুধবার বিকাল ৫ টায় কয়রা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলা সদর ইউনিয়নের ফুলতলা বাজারে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে এলাকায় সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, বিএ পাশ করে সরকারি কোন চাকরি না পেয়ে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অতঃপর ফুলতলা বাজারে সকাল বিকাল এলাকার মানুষকে এল্যাপোতিক চিকিৎসা করেন। এ অবস্থায় এলাকার কিছু বকাটে যুবক তার কাছে বিভিন্ন সময় সুবিধা চেয়ে না পেয়ে তারা অত্র এলাকা সহ বিভিন্ন মহলে আমাকে ভূয়া ডাক্তারে পরিচয় দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া শিবসা বার্তা নামক অনলাইর পত্রিকার মাধ্যমে ফেসবুকের একটি ফেক আইডিতে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। অথচ আমি উক্ত বাজরে দীর্ঘ ৭ বছর মানুষকে সেবা দিয়ে আসছি এবং আমার বিরুদ্ধে কোন অভিযোগ কখনও করেননি কেউ। এমনকি আমি পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ থাকায় এসএমসি ব্লু স্টারের সদস্য হওয়্য়া এফরোন পোশাক পরিধানের অনুমতি আছে বিধায় কতৃপক্ষ আমাকে এফরোন পোশাক প্রদান করেছেন। তবে আমি নিজেকে কখনও ডাক্তার হিসেবে পরিচয় দেই নাই এবং আমার ডাক্তার হিসেবে সাইনবোর্ড ভিজিডিং কার্ড সহ এ ধরনের কোন কাগজ পত্র নেই। অন্যদিকে আমার দোকানে কখনও কোন শিশু মাারা যায় নাই এবং আমি ছাড়া অন্য কেউ চিকিৎসা সেবা প্রদান করে না। উল্লেখ্য এলাকার কতিপয় বকাটেদের আর্থিক সুবিধা না দেওয়ায় আমার বিরুদ্ধে ঐসকল ব্যক্তিরা এ ধরনের অপপ্রচার করছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।