কয়রায় ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ মহারাজপুর ও কয়রা সদরের বিভিন্ন প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরন করেছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। জানা গেছে, কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও পবনা বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এ সময় পানি বন্ধি মানুষ আশ্রয়কেন্দ্র সহ উচু জায়গায় অসহায় অবস্থায় দিনযাপন করে। আর এই সকল অসহায় মানুষের খাবার পানি সংকট লাঘবে এগিয়ে আসে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। শনিবার (২৬ মে) ঘুর্নিঝড় ইয়াসের দিন থেকে অদ্যবদি প্রতিদিন ২ হাজার লিটার করে খাবার পানি ভ্যানযোগে ও নৌকাযোগে প্লাবিত এলাকার মানুষের মাঝে বিতরন করা হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আরএম ফরিকুল ইসলাম বলেন, কিনুকাটির পানির প্লান থেকে নিয়ে এসে কয়রার প্লাবিত এলাকার মানুষের মাঝে এ সকল বিশুদ্ধ পানি বিতরন করা হয়। সংস্থার কয়রার শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম ও আমাদী শাখা ব্যবস্থাপক বলেন, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া, অন্তাবুনিয়া, গোবিন্দপুর, মেঘারআইট, দেয়াড়া, মঠবাড়ি, কয়রার উত্তরচক ও বাগালী ইউনিয়নের হোগলা এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরন করা হয়েছে। এখনও পানি বিতরন অব্যাহত রয়েছে। উত্তরচক গ্রামের আফরোজা, মহারাজপুর গ্রামের ছকিনা বেগম, দশহালিয়া গ্রামের ফিরোজা খাতুন এক প্রতিক্রিয়ায় বলেন, সাসের উদ্যোগে খাবার পানি পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। তাদের এ ধরনের কাজ চলমাান রাখার জন্য তারা সংস্থার নিকট দাবি জানিয়েছে। পানি বিতরনকালে উপস্থিত ছিলেন সাসের আরএম ফরিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, মাসুম বিল্লাহ, অরোপ কুমার নন্দী, আনন্দ মোহন ঢালীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।