কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় বামিয়া সার্বজনীন শ্রী শ্রী কর্তামাতা মন্দিরে পরিচালনা কমিটি সর্বস্মতিক্রমে নির্বাচিত করেছেন ভক্তবৃন্দ। শনিবার বিকেলে মন্দির চত্তরে বাগালী ইউনিয়নের কয়েকটি গ্রামের ভক্তবৃন্দের উপস্থিতিেিত সর্বস্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী পরেশ চন্দ্র মন্ডল (মহাশয়) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাষ্টার অচিন কুমার রায়। ৩১ সদস্যের উক্ত কমিটিতে সহ সভাপতি মাষ্টার বুদ্ধদেব মন্ডল, সহ সম্পাদক প্রভাষক চন্দন রায়, কোষাধাক্য মাষ্টার অচিন্ত মন্ডল, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক শিবানী মাঝি, দপ্তর সম্পাদক কিরণ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক গোবিন্দ গাইন, সমাজসেবা সম্পাদক মিলন মাঝি, গ্রন্থাগার সম্পাদক মনোজ কান্তি মন্ডল প্রমুখ। কমিটির নব-নির্বাচিত সম্পাদক অচিন কুমার রায় জানান, ১৯৯৭ সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে মন্দিরের কমিটি নিয়ে ব্যাপক ষড়যন্ত্র করছে একটি পক্ষ এবং দীর্ঘ এক যুগেরও বেশি মন্দিরের লক্ষ লক্ষ টাকা হিসাব না দেওয়ায় সাবেক কমিটির নামে দূর্নিতীর মামলায় জেল হাজতেও গেছেন তারা। তিনি বলেন, মন্দিরের নামে ২২ বিঘা সম্পত্তির আয়ের অর্থ লুটপাট করায় বাগালী ইউনিয়নের ৬/ ৭টি গ্রামের শ্রী শ্রী কর্তামাতার অনুসারী ভক্তবৃন্দ সম্মিলিতভাবে মন্দির পরিচালনার জন্য জমিদাতার দলিল অনুযায়ী তার বংশের সদস্যদের সহযোগিতায় নতুন করে পরিচালনা কমিটি করা হয়েছে।