কয়রা(খুলনা) প্রতিনিধি: কয়রায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি জিএম মোহসিন রেজার নেতৃত্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা, শোক দিবসের কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং হাফেজদের নিয়ে কোরআন শরিফ খতম, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, কালো ব্যাজ ধারণ, ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার সরদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-০৬ কয়রা –পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানলেই জানা হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা, আমাদের স্বাধীনতা। নিন্দুক আর জাতির শত্রুরা বঙ্গবন্ধুর উচ্চতা একচুলও খাটো করতে পারেনি । পারবেও না। পচাত্তর সালের পর বিএনপি জামায়াত -খালেদা চক্র ধারাবাহিক ভাবে ষড়যন্ত্র -হত্যা-খুনের অপরাজনীতি করছে উল্লেখ করে সাংসদ বাবু বলেন, তারা ১৫ ই আগষ্ট মিথ্যা জন্মদিন পালনের নামে বঙ্গবন্ধুর খুনিদের উল্লাস করে। ২১ শে আগষ্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধপরাপধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে। তাই শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং অবিলম্বে বঙ্গবন্ধু খুনীদের দেশে এনে ফাসি কার্যকর করতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী ও রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, বাবু খগেন্দ্রনাথ মন্ডল, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম, প্রচার সম্পদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আ’লীগ নেতা মাষ্টার খায়রুল আলম, কয়রা সদর চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির, বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, উপাধাক্য এইচএম নজরুল ইসলাম, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া সুলতান লতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল প্রমুখ। এসময় উপস্থিত ছিলে উপজেলা আ’লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।