সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খন্ড খন্ড মিছিলের মধ্যদিয়ে খুলনায় প্রথম দিনের অবরোধ পালিত: রুবায়েদসহ গ্রেফতার ৯ | চ্যানেল খুলনা

খন্ড খন্ড মিছিলের মধ্যদিয়ে খুলনায় প্রথম দিনের অবরোধ পালিত: রুবায়েদসহ গ্রেফতার ৯

বিএনপি ডাকা দেশেব্যাপী দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রথম দিনে খুলনায় অবরোধ সমর্থনে থন্ড খন্ড মিছিল, মশাল মিছিল ও পুলিশের গ্রেফতারের মধ্যদিয়ে পালিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) অবরোধ সমর্থনে জেলা যুবদল, মহানগর- জেলা ছাত্রদল ও খানজাহান আলী থানায় মিছিল করেছে ছাত্রদল থানা শাখা। এদিকে অবরোধের প্রথম দিনে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের জাহিদ হাসান শোভন, ১৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন অপু, ২৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মুরাদ সিকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ শহিদুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাই শিকদার রুমি, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনামুল কবির, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আলমগীর ও আড়ংঘাটা থানা বিএনপির সমর্থক মোঃ মনিরুল আলম। বিএনপির দপ্তর সুত্র জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের অধিকাংশকে বিশেষ ক্ষমতা আইনে আদালতে প্রেরণ করেছে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

খুলনা জেলা বিএনপির ও অঙ্গদলের মিছিল: যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ-এর নেতৃত্বে খুলনা জেলা বিএনপি ও অঙ্গদল রবিবার দুপুরে অবরোধ সমর্থনে সোনাডাঙ্গা মজিদ স্মরণীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের যুবনেতা জাবির আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। মিছিল শেষে পুলিশ ধাওয়া করে ইবাদুল হক রুবায়েদকে গ্রেফতার করেছে।

মশাল মিছিল: মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ^াসের নেতৃত্বে সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটি এলাকা থেকে মশাল মিছিল করেছে মহানগর ছাত্রদল। খুলনা সোনাডাঙ্গা আল-ফারুক মোড় থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম খান, মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, হেলাল হোসেন, তরিকুল ইসলাম নকীব, মোঃ ইউসুফ শেখ, আব্দুল আহাদ শাহীন, মোঃ শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, নাম্মিন হোসেন মারজান, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, হাফেজ মোঃ আসাদুল ইসলাম, আল-আমিন হাওলাদার, পারভেজ শিকদার রিপন, মনিরুজ্জামান আবীদ, রিদয়, ইয়াসিন রাব্বি, সৌরভ তালুকদার, তরিকুল ইসলাম নাহীদ, আকাশ, মামুন, ইয়াসিন, শান্ত, রমজান, ইব্রাহীম, ইমন, সবুজ, মেহেদী, হাফিজুল, মিরাজ, নুরনবী, শোয়েব, সায়েম, রাকিবুল ইসলাম সাজিদ প্রমূখ।

খানজাহান আলী থানা ছাত্রদল: খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ’র নেতৃত্বে অবরোধ সমর্থনে ফুলবাড়ি গেট এলাকার খুলনা-যশোর মহাসড়কে মিছিল করেছে থানা ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান বিপ্লব, ফয়সাল আহমেদ, মো: সিয়াম হোসেন, সাইফুল্লাহ তাজীম, স্বাধীন মির্জা, আলী হোসাইন, রাকিবুল ইসলাম, মোঃ সিফাত, আখীরুজ্জামান, রাফছি হাওলাদার হৃদয়, এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা মেহেদী হাসান বাপ্পি, মোঃ জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে ফের টানা দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রবিবার ছিলো

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামায়াত আমিরের

অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।