চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় শুক্রবার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আটশত ৮৬ কর্মহীন ইজিবাইক মালিক ও চালকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এজন্য ঘরে থাকায় কোন বিকল্প নেই।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ, মাসুদ পারভেজ, মশিউর রহমান মিলন, মোঃ বেলায়েত হোসেন, এনায়েত হোসেন, মিসেস রানী, জহিরুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ রমজান, মোঃ রাজ্জাক সানা, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ মামুন, মোঃ আরমান, বাবু প্রমুখ।