সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃ খালিশপুরে হাসিব (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৯ টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জোবায়ের (২৫) ও মোঃ রানা (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক আসিব ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে হাসিব মারা যায়। বাকি আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

খুমেক হাসাপাতাল সূত্রে জানা যায়, খালিশপুর তৈয়বা কলোনীর হাবিবুর রহমানের ছেলে হাসিবকে রাত ৯ টা ২৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার ডান হাতের মার সেলে ২ টা কোপ, ডান হাতের কনুর নিচে ও ডান পাশে গলায় কোপের চিহ্ন রয়েছে। এছাড়া বাম সাইডে পিঠে বড় কোপ ও মাথার মাঝখানে কোপের চিহ্ন।

এদিকে আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর মানষী বিল্ডিং মোড় এলাকার বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের এবং ৯ টা ৪৫ মিনিটে ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কের মোড় এলাকার বাসিন্দা মোঃ সানোয়ারের ছেলে মো. রানাকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জোবায়েরের মাথার সামনে মাঝখানে, ডান/ বাম হাতের কব্জির উপরে ও ডান পায়ের গোড়ালীর নিচে কোপের চিহ্ন রয়েছে। আর রানার পিঠের ডান সাইডে উপরে কোপের চিহ্ন রয়েছে।

উল্লেখ,পাঁচতলা,মানষী মোড়,পার্কের মোড় ও তৈয়েবা কলোনী এলাকার উঠতি বয়সের একটি সন্ত্রাসী গ্রুপ এলাকার আধিপত্য বিস্তার,জুয়া ও মাদক ব্যাবসার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে শত্রুতা শুরু করে । তারই জের ধরে আসিবকে কুপিয়ে হত্যা করা হয় বলে এলাকাবাসী জানায় ।

Your Promo BD

আইন ও অপরাধ আরও সংবাদ

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সীমান্তের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চোরাচালানী গডফাদার নাসির গ্রেফতার

খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামি সাইদুরসহ গ্রেফতার ৩

বাগেরহাটে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ১২ হাজার টাকা জরিমানা

চুরি করার সময় চিনে ফেলায় সাংবাদিকের মাকে জবাই করে হত্যা

খুলনায় ‘হ্যালো কেএমপি’ এ্যাপস উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।