মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের চার দিনের কর্মসুচির সসমাপনি দিনে শুক্রবার (১ জুন ) জুম্মা বাদ, নগরীর খালিশপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানায় শহীদ রাস্ট্রপতি জিয়ারউর রহমান ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মরহুম আজিজুল হাসান দুলু এবং খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহব্বায়ক মরহুম মোস্তফস আরিফ সিদ্দিকী শুভ’র রুহের মাগফিরাত কামনায় কুরআনখানি দোয়া মাহফিল এবং ইয়াতিম শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।
খুলনা মহানগর স্বচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুনতাসীর আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক জননেতা শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম, স ম আব্দুর রহমান, শেখ সাদি, আবুল কালাম জিয়া, জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাহিদ হোসেন, খোদাবক্স কোরাইশি কাল্লু, জাহিদুর রহমান রিপন, আরিফুর রহমান শিমুল, বাবুল হোসেন, ছাত্রদল নগর আহবায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি,নগর শ্রমিক দল সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবকদল দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, হেলাল ফরাজী,সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম,জাহিদুল ইসলাম বাচ্চু,কামরুল ইসলাম,লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার,আল-আমিন সর্দার রতন,বিল্লাল হোসেন,মিজান সর্দার, ছাত্র নেতা সাজ্জাত হোসেন জিতু,ইদ্রিস হোসেন সোহান,সাইফুর রহমান, মাসুম পারভেজ পলাশ, রফিকুল ইসলাম বাবু,নজরুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম, তুহিন খন্দকার, ইদ্রিস সানা, নবাব হোসেন,ইমরান সালেহ সিফাত।আব্দুর রহমান কাজী,যুবদল নেতা মাসুদ রানা প্রিন্স, মুক্তার আলি চুন্নু প্রমুখ।