শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার জরুরী সভা মঙ্গলবার সন্ধ্যায় ১৫ নং ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তৃতা করেন খালিশপুর থানা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আসিফ চৌধুরী, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ রাকিব খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম।
সভায় মেয়াদ উত্তীর্ণ ও সাংগঠনিক কর্মকান্ডে নিষ্ধিসঢ়;ক্রয়তার জন্য খালিশপুর থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়। সভায় জানানো হয়, খুব শীঘ্রই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। সভায় থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।