জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে। দোয়াও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। সাবেক ভিপি এস,আরিফুর রহমান শিমুল এর তদারকিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খালিশপুরস্থ যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পরে আশেপাশের এলাকায় দুঃস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ্যাডঃফজলে হালিম লিটন,স,ম,রহমান,নিঘাত সিমা,খোদাবক্স কুরাইশি কাল্লু, মশিউর রহমান খোকন,জাহিদুর রহমান রিপন,রবিউল ইসলাম রুবেল,আব্দুস সালাম,এস,এম,সাইফুর রহমান,যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাজি সালাউদ্দিন, খায়রুজ্জামান শামিম,মাসুদ পারভেজ লিটন,আব্দুস সামাদ বিশ্বাস, আতাউর রহমান পপলু,রাজিব আহমমেদ, আউয়াল হোসেন,সজল আহমেদ, মিজান ফরাজি,তানভির হোসেন,রাজু,রুসতম,রনি,কুরবান,ছাএনেতা ইমরান সালেহ সিফাত,জামিউর রহমান অপুর্ব, রাজা বিশ্বাস, মিরাজ হোসেন।