সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি | চ্যানেল খুলনা

খুবিতে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে শিক্ষকদের একাংশের এক সাংবাদিক সম্মেলনে। কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিমিডিয়া রুমে গতকাল আয়োজিত ঐ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক আয়শা রহমান আশা।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে নির্মাণ-দুর্নীতি বিষয়ে ঠিকাদারের নিরাপত্তা জামানতের অর্থ ফেরত প্রদান স্থগিত করা হয়েছে মর্মে প্রশাসন যে বক্তব্য প্রদান করেছে, তা যথার্থ নয়। কারণ বলা হচ্ছে, ঠিকাদারের ৫০ লাখ টাকা আটকে রাখা হয়েছে। তার মানে তদন্ত চলাকালীন সময়ে টাকা ফেরত দেয়া হয়েছে। এছাড়া রেট্রোফিটিংয়ের কথা বেশ জোরেশোরে বলা হচ্ছে। কিন্তু রেট্রোফিটিং করার পর এখনও ছাদের পুরুত্ব বাড়ানো হয়নি এবং ফাটল দৃশ্যমান রয়েছে। সিআরটিএসের রিপোর্টেও রেট্রোফিটিংস করার কথা বলা হলেও ঝুঁকিমুক্ত হিসেবে ঘোষণা করা হয়নি।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নির্মাণ-দুর্নীতি বিষয়ে ১৯০ জন শিক্ষার্থী লিখিত অভিযোগকে প্রশাসন অবাস্তব ও ভিত্তিহীন বলেছেন। কিন্তু নিরাপত্তা জামানতের অর্থ প্রদানে অনাপত্তি প্রসঙ্গে বিশেষজ্ঞ মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের বিষয়টি স্পষ্ট করা হয়। কমিটি সকল অভিযোগ আমলে নিয়ে তা খতিয়ে দেখে ভবন ত্র“টি চিহ্নিতকরণ, মেরামত এবং এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সুপারিশমালাসহ প্রতিবেদন দাখিল করে।
তিনি আরও বলেন, অপরাজিতা হলের বৈদ্যুতিক কাজের ইস্টার্ণ কেবলের স্থলে বিআরবি ক্যাবল ব্যবহার করা হয়েছে। কিন্তু ইস্টার্ণ কেবল ও বিআরবি ক্যাবল সমমানের না। তারের দামেও পার্থক্য ষ্পষ্ট।
একাডেমিক ভবন-৩ এবং পাম্প হাউজে দুর্নীতির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ৩ নম্বর একাডেমিক ভবণে ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ টাকা, ৩ নম্বর ভবনে পাম্প হাউজে ১ লাখ ৭৫ হাজার ৪৪৮ টাকা ও ছাত্র হল ভবনে ৮৭ লাখ ৯২ হাজার ৩১০ টাকা দুর্নীতির বিষয় কমিটির সভাপতির কাছে উপস্থাপন করা হয়। এছাড়া বৈদ্যুতিক কাজে দুর্নীতির ব্যাপারে দুদুকের কাছে দাখিলকৃত অভিযোগ তদন্ত করলে সত্যতা মেলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ সাদেকুল আমিন, মোঃ নুরুজ্জামান ও নাহিদ আফরোজ, সহকারী অধ্যাপক মোঃ আবুল ফজল, ইমরান কামাল, হামালনা নিজাম, মৌমিতা রায়, বিপ্ল¬ব রায়, রোমানা রহমান, প্রভাষক হৈমন্তী শুক্লা, শাকিলা আলম, অন্তরা বিশ্বাষ প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।