খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এফডব্লিউটি এডব্লিউএ) যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৩ ব্যাচের শিক্ষার্থী সঞ্জয় সাহা।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যুগ্ম সম্পাদকের একটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি নির্বাচিত হন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহা বর্তমানে উপাচার্যের সচিব হিসেবে দায়িত্বরত আছেন।
এছাড়া রেজিস্ট্রেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ০৯ ব্যাচের শিক্ষার্থী হিমাদ্রী শেখর মন্ডল। তিনি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন।