সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির বিজিই ডিসিপ্লিনে টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

খুবির বিজিই ডিসিপ্লিনে টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে মঙ্গলবার থেকে ‘টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স’ শীর্ষক তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সারফেস ডিসপ্লে অফ ফাইটেজ ইন দ্য ইস্ট সেল ওয়াল এন্ড ইটস্ অ্যাপ্লিকেশন ইন অ্যানিমাল ফিড অ্যাজ এনজাইম সাপ্লিমেন্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. রায়হান আলী ও প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. শেখ আমির হোসেন।
বক্তারা বলেন, মলিকুলার বায়োসায়েন্সের প্রয়োগ ব্যাপক ও বিস্তৃত। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা মলিকুলার বায়োসায়েন্স সম্পর্কে হাতেকলমে জ্ঞান অর্জন করতে পারবে। এ প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা এবং বায়োসায়েন্টিস্ট হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অমিত সরদার। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. মাহমুদ আহসান টিটো, সরোয়ার হোসেন সে‌ক্রেটা‌রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।