আল-আমিন সিকদার :: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক জিরো পয়েন্ট হোটেল ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন খুলনা জিরো পয়েন্ট ব্যাবসায়ী কল্যান সমিতি। জানা গেছে শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হয়েছেন আল্লাহর দান হোটেল মালিক মোঃ মজিবুর রহমান ও তার ছেলে জামিল আহমদ। গতকাল ১৪ ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় জিরো পয়েন্ট আল্লাহর দান হোটেলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে জিরো পয়েন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় অভি ঘটনাস্থানে এসে গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০/১২ জন ছাত্র-ছাত্রী আল্লাহর দান হোটেলের সামনে দাড়িয়ে সিগারেট খাচ্ছিল। ঐ সময়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সিগারেট খেতে দেখে কৌতূহলবশত কে বা কারা মোবাইলে ভিডিও ধারণ করে। শিক্ষার্থীরা ভিডিও ধারণের বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করে ধরতে না পেরে সন্দেহবশত আল্লাহর দান হোটেলের মালিকের ছেলে মোঃ জামিল কে বলে তার হোটেলে স্টাফ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করে। এরপর ফোন কলের মাধ্যমে প্রায় শতাধিক শিক্ষার্থী এসে হোটেল ভাংচুর করে সাটার লাগিয়ে দিয়ে বলে ওই ছেলেকে উপস্থিত না করলে হোটেল খুলতে পারবে না। এক পর্যায়ে জামিল কে মারধর শুরু করলে তার পিতা মোঃ মুজিবুর রহমান ঢেকাতে আসলে তার ওপর ও হামলা চালায় শিক্ষার্থীরা। দফায় দফায় মারধোর করায় গুরুত্বর আহত হন জামিল। মারধোর শেষে হোটেল তালাবদ্ধ করে চাবি নিয়ে যায় শিক্ষার্থীরা এবং বলে ঐ ছেলেকে হাজির না করলে চাবি পাবে না। এ ঘটনায় জিরো পয়েন্টের সকল ব্যবসায়ীরা ১৫ ই সেপ্টেম্বর সকাল থেকেই হামলার প্রতিবাদে দোকান পাট বন্ধ রেখে জিরোপয়েন্ট মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে।এতে জিরো পয়েন্ট মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন শেষে জিরো পয়েন্ট ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেন।