খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আজ ১০ জুন (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৫৩৭ জন। যার মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৭% বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়। এছাড়া আগামীকাল ১১ জুন ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।