প্রেস বিজ্ঞপ্তিঃখুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পানি নিষ্কাশন, জীব বৈচিত্র্য রক্ষা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষে বিদ্যমান খাল ও লেক খনন ও সংস্কার করে ময়ূর নদীর সাথে সংযোগ সাধনের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুর ২টায়। মতবিনিময়কালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিদ্যমান খাল খনন ও সংস্কার করে জলাবদ্ধতা নিরসন তথা পানি নিষ্কাশনের সুবিধা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাক, উপাচার্যের সচিব উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।