মঙ্গলবার (৮ জুন) বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন-এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ একাডেমিক এবং শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে উপাচার্যের সাথে মতবিনিময় করেন।
উপাচার্য শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে একাডেমিক উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা কথা উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস রিলিজ