সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করতে চাই : মেয়র | চ্যানেল খুলনা

খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করতে চাই : মেয়র


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করতে চাই। এজন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ইতোমধ্যে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে কেসিসি’র পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র রোববার বিকেলে নগর ভবনে নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে ‘বর্জ্য সংরক্ষণ বিন’ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। মার্কেটের বর্জ্য সংরক্ষণের জন্য কেসিসি’র ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় সর্বমোট ১২ হাজার ৫শ টি বিন সরবরাহ করা হবে।
কেসিসি’র প্যানেল মেয়র মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, ইমাম হাসান চৌধুরী ময়না, মুন্সী আব্দুল ওয়াদুদ, আশফাকুর রহমান কাকন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানীসহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মার্কেটের বর্জ্য যত্রতত্র না ফেলে সরবরাহকৃত বিনে সংরক্ষণ করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয় এবং পরবর্তীতে কেসিসি কর্তৃক বিন থেকে বর্জ্য সংগ্রহপূর্বক ডাম্পিং পয়েন্টে স্থানান্তর করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।খবর বিজ্ঞপ্তি

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।