খুলনাতে যা যা দেখেছি একটি ফেসবুক গ্রুপ। গ্রুপটি সামাজিক মাধ্যমে সর্বদা প্রচার করছে শিল্পনগরী খুলনার পুরনো ঐতিহ্য বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। সোমবার গ্রুপটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়। সোমবার বিকালে জোড়াগেট সি এন্ড বি কলোনি ম্যাক হাউজে কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন খান (বিসিএস প্রশাসন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, চ্যানেল খুলনার সিইও হাসানুর রহমান তানজির, দেশ টেলিভিশনের ব্যুরো প্রধান মোঃ অসীম, দৈনিক কালান্তরের বার্তা সম্পাদক বেলাল হোসেন সজল, উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন ওসমান রাকিব , সুমন খান মডারেটর আলামিন ইসলাম আপন, তন্নি ইসলাম, ইমন ফারাবি, আমিন যোজো, মুক্তা, মোঃ মামুন, সুজন এবং অন্যান্য সদস্য বৃন্দ ।