‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক’ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল।
কর্মশালায় অতিথিরা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে। দেশের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে হবে। তাঁরা আরও বলেন, কোন ধর্মেই শান্তি বিনষ্ঠ করার কথা বলা নেই, তাই সকল ধর্মকে সমানভাবে সম্মান করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন করেন। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমৃত্য কাজ করেছিলেন। তারই ধারবাহিকতায় বর্তমান সরকার সকল ধর্মের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।