সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
খুলনায় বিভাগীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় বিভাগীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠিত

ছয় দিনব্যাপী খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী আজ (মঙ্গলবার) বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন।

অতিথিরা বলেন, পিঠা উৎসব আবহমান বাংলার ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম অংশ। এ উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববন্ধন তৈরি হয়। প্রাচীনকাল থেকেই অঞ্চলভেদে বিভিন্ন রকম পিঠা তৈরি হয়ে আসছে। তবে ফাস্ট ফুডের প্রভাবে ধীরে ধীরে পিঠা বিলুপ্তের পথে। নতুন প্রজন্মের কাছে এর স্বাদ তুলে ধরতে ২০০৮ সাল থেকে প্রতি বছর এই পিঠা উৎসব উদযাপন করা হচ্ছে। পিঠা উৎসব বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব শুধু বাণিজ্যিকভাবে নয়, শিল্পের জায়গায় নিয়ে যেতে হবে। শুধু শহরে নয় এই উৎসব গ্রামাঞ্চলেও পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ নয়টি স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

আসুন খুলনাকে বাঁচাই : মেয়রপ্রার্থী মুশফিক

জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দুই কাউন্সিলর প্রার্থীসহ আওয়ামীলীগ নেতাকে জরিমানা

পরিচ্ছন্ন নগরী গড়তে হলে তালুকদার আব্দুল খালেকের কোনো বিকল্প নেই : শেখ হারুন

নগরবাসীর সেবা করার জন্য প্রার্থিতা ফেরত পেলাম : মুশফিক

ভোটাধিকারে কোনভাবে বিঘ্নিত করা যাবে না : সিইসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।