দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। বাংলাদেশের সকল জেলায় এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।
ভিবিডি প্রতিষ্ঠার পর থেকে খাবার বিতরণ, করোনাকালীন ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ সহ নানামূখি কার্যক্রম এগিয়ে যাচ্ছে এই সংগঠন।
বছরের শুরুতে শুক্রবার (৭ জানুয়ারি) ভিবিডি খুলনা জেলার স্বেচ্ছাসেবকরা “শীত কাটুক উষ্ণতায়” নামক একটি ইভেন্ট আয়োজনের মাধ্যমে প্রায় ২০-২৫ জন অসহায়, গরীব মানুষকে শীতের গরম কাপড় দিয়ে সহায়তা করে।
ভিবিডির খুলনা জেলার সভাপতি এনামুল হাসান বলেন, শহরের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে শীতের কষ্ট লাঘবে যতটা সম্ভব এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা করোনাকালীন সময়ে শ্রমজীবী মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিলাম। করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও তাদের পাশে দাঁড়াবো।