সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে দুদকের অভিযান | চ্যানেল খুলনা

খুলনার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে দুদকের অভিযান

চ্যানেল খুলনা ডেস্কঃওষুধ বিক্রির লাইসেন্স সরবরাহ ও নবায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের ভিত্তিতে খুলনার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মহানগরীর সোনাডাঙ্গাস্থ ওষুধ সুপারের কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়। দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদিরের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদির জানান, অভিযানে ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে কর্মরত বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় অনিয়মের জন্য বিভিন্ন আবেদনসহ রেজিস্টার পর্যবেক্ষণ করা হয়। এ সময় ওষুধ বিক্রির লাইসেন্স সরবরাহ ও নবায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে সুপারিশের কথাও উল্লেখ করেন দুদকের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, খুলনা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের অফিস থেকে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ড্রাগ লাইসেন্স প্রদান করা হয়েছে। সেই সঙ্গে এখান থেকে দেখভাল করা হয় একটি অ্যালোপ্যাথিকসহ ১৮০টি হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ কোম্পানি। আর অধিকাংশ প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নে অনিয়ম ও নতুন লাইসেন্স প্রদানে আর্থিক সুবিধা নেয়া হয় এ দপ্তরের কর্মরত প্রধান সহকারীর নেতৃত্বে । খুলনা জেলা ও মহানগরী এলাকায় নিয়মিত মাসিক কালেকশন করে ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের পিয়ন থেকে শুরু করে উচ্চ কর্মকর্তা এ অবৈধ অর্থের ভাগ পেয়ে থাকেন । খুলনা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের কয়েকজন চিহৃিত দুর্ণীতিবাজ কর্মকর্তার ও কর্মচারী রয়েছেন তাদের আয়ের সাথে ব্যায়ের কোন সংগতি নেই । এ সকল অসাধু কর্মকর্তা কর্মচারীদের নামে বেনামে রয়েছে জ্ঞাত আয় বহিভুত সম্পদ অর্জনের অভিযোগ । দুদকের অভিযানে দুর্নীতির এসব অভিযোগের  সত্যতা পাওয়া গেছে।

 

 

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

মশক নিধনে ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়নি উপদেষ্টা

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।