সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনার চাকুরী প্রত্যাশিদের চাকুরী মেলা | চ্যানেল খুলনা

খুলনার চাকুরী প্রত্যাশিদের চাকুরী মেলা

খুলনায় চাকরি প্রত্যাশিদের জন্য চাকুরী মেলার আয়োজন করেছে ইউসেপ বাংলাদেশ। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৩২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ মেলার মাধ্যমে চাকুরী প্রত্যাশিরা তাদের পছন্দমতো চাকরি দাতা প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারছে। মেলা শেষে চাকুরী দ্বাতা প্রতিষ্ঠান তাদের পছন্নমত প্রার্থীকে ডাকছে ভাইভার জন্য।
ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ও আইএলও এর আর্থিক সহযোগিতায় কর্মহীন যুবক-যুবতীদের চাকুরী নিশ্চিত করতে এ মেলার আয়োজন করে ইউসেপ মহসিন টেকনিক্যাল ইন্সটিটিউট। খুলনার বৈকালী মোড় এলাকায় প্রতিষ্ঠানটির চত্তরে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই চাকরি মেলা। চাকরি মেলায় তরুণ-তরুণীসহ সকল বয়সীরা উপস্থিত হয়ে তাদের পছন্নমত প্রতিষ্ঠানে সিভি জমা দেন।
ইউসেপ বাংলাদেশের পরিচালক মো: দিদারুল আনাম চৌধুরীর সভাপতিত্বে চাকুরী মেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান এবং বক্তব্য রাখেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী অনিমেশ পাল, গাজী মেজিকেল কলেজ ও হসপিটালের চেয়ারম্যান ডা: গাজী মিজানুর রহমান, বিশ^াস প্রপার্টিজ সিইও মো: আজগর বিশ^াস (তারা)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ এর কারনে অনেকে চাকুরী হারিয়েছে, ঠিক এমনই সময়ে ইউসেপ বাংলাদেশ কতৃক চাকুরী মেলার আয়োজন অনেক ভালো উদ্যোগ। অনেক চাকুরী প্রার্থী ও চাকুরীদাতা প্রতিষ্ঠান উপস্থিত আছে। তিনি বলেন, কারিগরী প্রশিক্ষণের কোনো কোনো বিকল্প নেই। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বরং দক্ষতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য কারিগরী প্রশিক্ষণ প্রয়োজন। তিনি কর্মহীন যুবক-যুবতীদের প্রশিক্ষণ পরবর্তী চাকুরী মেলার আয়োজনের জন্য আইএলও ও ইউসেপ বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মেলায় চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এল গ্রুপ, আকিজ জুট মিলস লি:, এসিআই মটরস, বেক্সিমকো এলপিজি, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল ওয়েল লি:, সালাম জুট মিলস প্রা: লি:, জুট টেক্সটাইল মিলস লি:, বিশ^াস প্রপার্টিজ, আব্দুল্লাহ ব্যাটারী কোং লি:, মিতালী ফুড ইন্ডাস্টিজ লি:, ইউরো গ্রুপ, বিডিজবস ডট কম, ফার্নিচার ওয়াল্ড, ইলেক্ট্রো সলুশন, খুলনা লিংক ও গাজী মেজিকেল কলেজ ও হসপিটালসহ দেশের বিভিন্ন স্বনামধণ্য প্রতিষ্ঠিানের প্রতিনিধিগণ।
মেলায় আনুমানিক ৪০০ প্রশিক্ষণার্থী চাকুরী প্রত্যাশীরা তাদের পছন্দের কোম্পানীতে নিজ নিজ সিভি প্রস্তুত করে জমা প্রদান করেন এবং স্পট ইন্টারভিউ এর মাধ্যমে ১৫০ জনের চাকুরী নিশ্চিত হয়। খুবই আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশে চাকুরী মেলাটি সম্পন্ন হয়। মেলাতে পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবসের প্রতিনিধিগণ।
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে। এরিই আলোকে ইউসেপ বাংলাদেশের ডিসেন্ট এমপ্লয়মেন্ট এ্যান্ড অন্টারপ্রেনিইউরশীপ প্রোগ্রাম এ বর্ণাঢ্য চাকুরী মেলার আয়োজন করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: বকুল

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।