সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনার নবাগত পুলিশ সুপার ইউনিট প্রধান এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন | চ্যানেল খুলনা

খুলনার নবাগত পুলিশ সুপার ইউনিট প্রধান এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন

খুলনা জেলা নবাগত পুলিশ সুপার হিসাবে মোহাম্মদ মাহবুব হাসান যোগদান করেছেন। সোমবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার কার্যলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর আগে রবিবার খুলনা জেলাধীন ইউনিট প্রধানগণের সাথে মতবিনিময় করেন খুলনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। খুলনা জেলাধীন বিভিন্ন ইউনিট প্রধানগণের সাথে জেলা পুলিশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি অফিসার ইনচার্জগণের সাথে খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং খুলনা জেলার অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করেন। এসময় তিনি সকলকে কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্বের প্রদর্শণের আহবান জানান এবং চলমান প্যানডেমিক পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন পাশাপাশি জনসচেতনতা তৈরিতে খুলনা জেলা পুলিশের চলামান বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

খুলনার নবাগত পুলিশ সুপার কুমিল্লার জেলার দেবিদ্বার থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা মোহাম্মদ বশির উল্লাহ্ মোল্লা একজন ব্যবসায়ী এবং মাতা শাহানা আহমেদ শিক্ষিকা ছিলেন। তিনি ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী মোসাঃ তাহমিনা আক্তার বর্তমানে যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-৩, ঢাকায় কর্মরত আছেন। হাসান দেবিদ্বার রেয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা হতে বিজ্ঞান বিভাগে এসএসসি, নটরডেম কলেজ, ঢাকা হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়, সাভার, ঢাকা হতে ইংরেজী বিষয়ে ¯স্নাতক(সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

পরবর্তীতে তিনি এম.বি.এ ডিগ্রী অর্জন করেন। তিনি ২৪ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি তার বর্নাঢ্য কর্মময় জীবনে সহকারী পুলিশ সুপার র‌্যাব-১২, সিরাজগঞ্জ, কোতয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নীলফামারি জেলায় দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সাল হতে ২০১১ সাল পর্যন্ত আইভোরিকোষ্টে জাতিসংঘ শান্তিরক্ষা BANFPU-2, Rotation-3 (UNOCI) পার্সোনাল অফিসার এবং ২০১৫ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি মিশনে (UNMISS) মিশন হেডকোয়ার্টার্সে (MHQ) অ্যাডমিন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

দক্ষিণ সুদানে কর্মরত থাকা অবস্থায় গত ইং ০৫/০৪/২০১৬ তারিখ পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। মিশন সম্পন্ন করে দেশে ফিরে কমান্ডিং অফিসার ৬-এপিবিএন, মহলছড়িতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গত ২৪/০৯/২০১৮ হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্র্স) হিসেবে দায়িত্ব পালন করেন ।এবং গত ইং ২২/০৭/২০১৯ তারিখ হতে ১৮/০৩/২০২১ তারিখ পর্যন্ত অত্যন্ত সততা, সুনাম ও দক্ষতার সাথে মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নবাগত পুলিশ সুপার খুলনা তিনি যুক্তরাষ্ট্র, ভারতসহ দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।পুলিশ সুপার খুলনা মোহাম্মাদ মাহবুব হাসান সাংবাদিকের বলেন,আমি খুলনাতে যোগদান করেছি,আমরা খুলনা জেলাকে মাদক মুক্ত করব।খুলনা জেলা হবে একটি ডিজিটাল খুলনা হবে। এর জন্য সাংবাদিক,সমাজের সচেতন মানুষ সবাই এক সাথে কাজ করব।আমার খুলনা জেলার সকল থানাতে আজ থেকে সাধারন মানুষ সব সময় পুলিশের হেল্প পাবে।এই সময় পুলিশ সুপার কক্ষরুমে ছিলেন ,খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ,সাধারন সম্পদক মো: হাসান মোল্লা,সাবেক খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল আসলাম,দৈনিক যায়যায়দিন খুলনা ব্যুরা প্রধান মো: আতিয়ার রহমান,সহ সকল সাংবাদিক উপস্তিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।