সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় অক্সিজেনের বাজার সিন্ডিকেটের দখলে : দাম চড়া | চ্যানেল খুলনা

খুলনায় অক্সিজেনের বাজার সিন্ডিকেটের দখলে : দাম চড়া

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ঠজনিত সমস্যায় অক্সিজেন অতিপ্রয়োজনীয় উপাদানে পরিণত হয়েছে। আর এই অক্সিজেনই এখন সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এ চিত্র খুলনার হেরাজ মার্কেটের।
অক্সিজেনের সংকটের কথা বলে এখানে দ্বিগুন-তিনগুন হারে অর্থ আদায় করা হচ্ছে। আর মুমূর্ষু রোগীকে বাঁচাতে বাধ্য হয়ে অতিরিক্ত দামে অক্সিজেন কিনে স্বর্বস্বান্ত হচ্ছেন স্বজনরা।
সরেজমিনে দেখা যায়, খুলনায় ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেনসহ সেট বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। তিন মাস আগেও এই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যেত ১২ থেকে ১৪ হাজার টাকায়।
সূত্র মতে, রক্তে অক্সিজেন ও পালসের পরিমাণ নির্ণয় করার ছোট যন্ত্র অক্সিমিটারের দাম ৮০০ থেকে ১০০০ টাকা হলেও বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিভাগের কোন মনিটরিং না থাকায় খুলনার হেরাজ মার্কেটে ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেনসহ সেট ইচ্ছামাফিক দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান সিলিন্ডার, ফ্লোমিটার ও মাস্কের বাজার মূল্য ২৩ হাজার ৭১০ টাকা নির্ধারন করলেও হেরাজ মার্কেটে ফাহিম সার্জিক্যালে ৩০ হাজার টাকা, ফেমাস সার্জিক্যালে ৩৫ হাজার ও সাকির সার্জিক্যালে ৩৩ হাজার টাকা চাওয়া হচ্ছে। এছাড়া সিলিন্ডার বাদে ফ্লোমিটার ও অন্যান্য সামগ্রীর দাম ৫ হাজার ২শ’ টাকা থেকে ৮ হাজার টাকা চাওয়া হচ্ছে।
তবে এখানকার ব্যবসায়ীদের দাবি, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। তারাই অক্সিজেনের দাম কয়েকদফা বাড়িয়ে দিয়েছে।
এই সূত্র জানায়, স্পেকট্রা অক্সিজেন লিমিটেড, লিন্ডা ও খুলনা অক্সিজেন লিমিটেড খুলনার বাজারে অক্সিজেন সরবরাহ করে থাকে।
স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের প্রতিনিধি সজিব রায়হান বলেন, করোনাকালীন অক্সিজেনের দ্বিগুন চাহিদা বেড়েছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অক্সিজেনের দাম বৃদ্ধি করেনি। তিনি জানান, ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেন সিলিন্ডার ১২০ টাকা ও ৬ দশমিক ৮ কিউবিক মিটারের বড় সিলিন্ডার ৪১০ টাকায় রিফিল করা হচ্ছে।
রোগীর স্বজনরা বলছেন, খুলনায় অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, নেবুলাইজারসহ প্রয়োজনীয় মেডিকেল পণ্য নিয়ে এভাবেই গলাকাটা ব্যবসা চলছে। শুধু তাই নয়, তিন গুণ বেশি দামে সিলিন্ডার বিক্রির পর তারা ক্রেতাদের কোন রশিদও দিচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।