অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরে আটাক এর সদস্যরা ইউএস বাংলা ও নভো এয়ার এর কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর এয়ারপোর্ট ম্যানেজার সাব্বির হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) নাজমুল হাসান, নভো এয়ারের খুলনার কর্মকর্তা আসিফ সুমন, আবির ইমতিয়াজ, উজ্জল কুমার হালদার, নভো এয়ারের যশোরের কর্মকর্তা সৈয়দ রোহান রাব্বী সাদ, আটাক-এর সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, শেখ মামুন হোসেন, ইফতেখার হোসেন, মীর মহসীন আলী ও নাজমুন নাহার রুনু, সাংগঠনিক সম্পাদক মো. নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, সদস্য মো. আবদুল বাকী, খাদিজা পারভীন, মো. আলামিন, সাদ খান, মোঃ সাইদুল ইসলাম হিমু, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব যশোর (আটাজ) এর রাকিব হাসান, সজিব ও তানভীর।