সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণে আইএসের দায় স্বীকার | চ্যানেল খুলনা

খুলনায় আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার ‘শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়’ বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স সোমবার রাতে এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস, যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।

সোমবার সন্ধ্যার পর খুলনা মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জানা যায়, সন্ধ্যায় আনুমানিক ৩০ বছরের এক যুবক আওয়ামী লীগের অফিসে ঢোকে। সে অফিসে থাকা সুমন নামে এক ছাত্রলীগ কর্মীকে বলেন- ব্যাগটি রাখলাম, বাথরুমে যাব। এ কথা বলেই ছেলেটি বাইরে যায়। এর কিছু সময় পরই বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার পর পরই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

সমাবেশে বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, অ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান রুপম, তরিকুজ্জামান মনির, শেখ তরিকুল ইসলাম, থানা তাঁতী লীগের আহ্বায়ক বিপ্লব, খুলনা মহানগর ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক শেখ নাজমুল হক অয়ন, মহানগর ছাত্রলীগের সহসভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা থেকে রূপসা ও কপোতাক্ষ ট্রেনের যাত্রা বাতিল

হাসিব হত্যা মামলায় ২১ জ‌নের যাবজ্জীবন

খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

মহানগরে চোরাই মোটর সাইকেলসহ একজন গ্রেপ্তার

এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে : আজিজুল বারী হেলাল

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।