খুলনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ-অসহায় কর্মহীন এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে খালিশপুরের নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ্ বিদ্যাপীঠ মাঠে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনার প্রধান প্রকৌশলী হাসিবুল হাসানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন ১০ নং ওয়ার্ড কাউন্সিল কাজী তালাত হোসেন কাউট।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ২.৫ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ২ টি সাবান ও ৫ টি মাস্ক ।