সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় এলএসডির সন্ধানে এসে মিলল নতুন মাদক ডিওবি | চ্যানেল খুলনা

খুলনায় এলএসডির সন্ধানে এসে মিলল নতুন মাদক ডিওবি

দেশে প্রথমবারের মতো ‘ক’ শ্রেণির মাদক ডিমেথোক্সিব্রোমোএমফেটামিন (ডিওবি) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এলএসডি কারবারিকে গ্রেফতারে অভিযান চালানোর সময় নতুন এ মাদকটির সন্ধান পায় অধিদপ্তরের কর্মকর্তারা।
এ কারবারের সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার হওয়া আসামিরা হলো, খুলনা খালিশপুর থানার মুজগুন্নী আবাসিক এলাকার মৃতঃ আফসার উদ্দিন আহম্মেদ’র ছেলে (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার) মোঃ আসিফ আহম্মেদ শুভ (৩১), সে খুলনা পলিটেকনিক্যালের ছাত্র ছিল। সোনাডাঙ্গা থানার বয়রা পূজাখোলা এলাকার অশোক কুমার শর্মার পুত্র অর্ণব কুমার শর্মা (৩০), সে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র ছিল, বর্তমানে অনলাইন ভিত্তিক ক্রাফট ব্যবসা। অপর আসামি খুলনা বয়রার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মোঃ মামুনুর রশিদ (৩২), সে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের সিংজোর বাজারের মোঃ জাহাঙ্গীর মোল্লার ছেলে।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক বিশেষজ্ঞরা জানায়, ডিওবি সেবনকারীকে যে কোনোভাবে প্রভাবিত করা যায়। ফলে সেবনকারী নির্দেশিত কাজ করতে উদ্যমী হয়ে ওঠে। এর জন্য নির্দিষ্ট মাত্রায় সেবন করতে হয়। বেশি পরিমাণে সেবন করলে মৃত্যুও হতে পারে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, মাদকসেবীদের কাছে প্রতি ব্লট ডিওবি ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়। এটি সেবনে তৃতীয় নয়ন খুলে যায় বলে দাবি সেবীদের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‍“এই ডিওবি আমাদের ‘ক’ শ্রেণিভুক্ত নিষিদ্ধ মাদক। ডিওবি অনেকটা এলএসডির মতো দেখতে হলেও আরও বেশি ক্ষতিকর। অতিরিক্ত সেবনে মৃত্যুও হতে পারে।”
পোল্যান্ড থেকে যেভাবে শুভর বাসায় : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডার্ক ওয়েবসাইট থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ২০০ ব্লট ডিওবি কেনে খুলনার যুবক আসিফ আহমেদ শুভ। অর্ডার করার পর ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চালানটি সরাসরি তার বাসায় এসে পৌঁছায়।

অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন, ‍“বিমানবন্দরগুলোতে উন্নতমানের স্ক্যানার না থাকায় কুরিয়ারে আসা ডিওবি ধরা পড়েনি। ডার্ক ওয়েবের মাধ্যমে এই মাদক অর্ডার করার পর এক মাসের ব্যবধানে শুভর বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যায়। স্ক্যানারে ধরা না পড়লেও বিদেশ থেকে এলএসডির মতো মাদক আসতে পারে, এই ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তথ্য ছিল। গত আগস্ট মাসে কী ওয়ার্ড ‘stash’ শব্দটি পান গোয়েন্দারা। এরপর চলে অনুসন্ধান। তিন মাসের বেশি সময় অনুসন্ধান করার পর এই মাদকের সন্ধান মিলেছে।”

অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘বিমানবন্দরগুলোতে শক্তিশালী স্ক্যানার নেই, এটা সত্য, কিন্তু আমাদের নজরদারি ছিল। নজরদারি থাকার কারণে এই মাদক আমরা উদ্ধার করতে পেরেছি।’

ডিওবির ক্রেতা খুলনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা :
গ্রেফতারের সময় শুভর বাসায় এলএসডি আর অর্ণবের বাসায় পাওয়া যায় ডিওবি। পোল্যান্ড থেকে কিনে ডিওবির ব্লটগুলো অর্ণবের বাসায় রাখা হয়।

জিজ্ঞাসাবাদে শুভ জানায়, সে দুই মাস আগে ২০০ ব্লট ডিওবি নিয়ে আসে। সেগুলো নিজে সেবন করত ও মাদকসেবীদের কাছে বিক্রি করত। নতুন ক্রেতা তৈরি করতে কিছু ব্লট বিনামূল্যেও দিয়েছে বলে সে জানায়।

অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শুভ পোল্যান্ড থেকে দুইশ’ ডিওবি এনেছিল। আমরা অভিযানের সময় তার কাছে পেয়েছি ৯০টি। বাকিগুলো বিক্রি ও সেবন করেছে।’
খুলনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডিওবি বিক্রির জন্য শুভর বিক্রেতা রয়েছে বলে জানায় হেলাল উদ্দিন। খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫-৬ জন সেলার আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে একজন।

পাচারে জড়িত কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা : খুলনা থেকে মাদক কারবারি দু’জনের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বয়রা শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদক কারবারিদের সাথে যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্তে পার্সেল পাঠাত।

গোপনে ক্রেতা সেজে পাঁচ ব্লট এলএসডির অর্ডার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। খুলনা থেকে কোনো বাধা ছাড়াই রাজধানী এলিফ্যান্ট রোডের সুন্দরবন শাখায় পার্সেলটি পৌঁছায়।


প্রযুক্তির সহায়তায় প্রেরক শুভর সন্ধান পায় গোয়েন্দা কর্মকর্তারা। তবে যে পার্সেলটি পাঠিয়েছে, তার মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র রাখেনি বয়রা শাখার দায়িত্বশীলরা। আর তা করা হয়নি মাদক কারবারিদের সাথে মামুনুর রশীদের যোগসাজশের কারণে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী প্রেরকের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র রাখার কথা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি।

কাগজের পাতায় এলএসডি পার্সেলের বিশেষ চেম্বার : ঢাকা থেকে অর্ডার করা এলএসডির পার্সেলটি পৌঁছানোর পর গোয়েন্দারা ওই পার্সেলে খুঁজে পাচ্ছিলেন না কোথায় রাখা হয়েছে এলএসডি। কারণ যে পার্সেলে এলএসডি পাঠানো হয়েছে, তাতে এসেছে কয়েকটি পেজ। এর মধ্যে কোথাও এলএসডির ব্লট নেই।

তবে পেজগুলো অধিকতর যাচাই-বাছাই করার পর একটিতে বিশেষ চেম্বার খুঁজে পায় কর্মকর্তারা। এর মধ্যে পাঁচ ব্লট এলএসডি লুকানো ছিল। কাগজের পাতার মতো পাতলা এবং সিম কার্ডের মতো ছোট হওয়া ওই বিশেষ চেম্বারে লুকানো ছিল এলএসডির ব্লটগুলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, ‘আমরা পার্সেলটি পাওয়ার পর হতাশ হয়ে পড়েছিলাম। কারণ এর মধ্যে এলএসডি খুঁজে পাচ্ছিলাম না। ওরা কয়েকটি পেজ পাঠিয়েছিল, যেগুলোর একটিতে বিশেষ চেম্বারে এলএসডি লুকানো ছিল।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘বিমানবন্দর এবং কুরিয়ার সার্ভিসগুলোতে উন্নত স্ক্যানার স্থাপনে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। দেশে মাত্র একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে এ ধরনের স্ক্যানার আছে। বাকিদের কাছে যে ধরনের স্ক্যানার আছে, তা দিয়ে এ ধরনের মাদক ধরা পড়ে না।’

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

আন্ত:জেলা নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

খুলনায় সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।