সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আজ (মঙ্গলবার) জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে বয়রাস্থ খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৮ বছর বয়স হলে নিজের দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গর্বের বিষয়। দেশের সচেতন নাগরিক হিসেবে সকল ভোটারকে তাঁদের গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনে ভোট প্রদান করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানে উৎসাহিত করা প্রয়োজন। এখন দেশে নির্ভুল ভোটার তালিকা রয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের কোন প্রতিবন্ধকতা নেই।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুবাস চন্দ্র সাহা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলাম সোহাগ, আজম খান কর্মাস কলেজের সহযোগী অধ্যাপক এসএম কবীর আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন খুলনা সিটি মেয়র । এর আগে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।