খুলনায় এলজিইডির আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে খুলনা রূপসা উপজেলা অফিসে উপজেলা প্রকৌশলীর সভাপতিত্তে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ জানুয়ারি) এলজিইডির উপজেলা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডির খুলনার এডভোকেসি কাউন্সেলর মোঃ জামিল হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এলজিইডির রূপসা উপজেলার প্রকৌশলী এস এম অহিদুজ্জামান, বিএমই আশুতোষ ম-ল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ উপজেলা, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানি রায়, এফআরই ইয়াসিন আলি, সহকারি প্রকৌশলী আবু রায়হান, বন্ধুমহল ফাউনডেশন এর ভাইস প্রেসিডেন্ট মোঃ রাফি কামাল ও এইচএসও কর্মকর্তা শাহাদত হোসেন, এডভোকেসি কাউন্সিলর সাহাবিন সেলিম (যশোর অঞ্চল) শিশু সুরক্ষা সমাজকর্মী আনজুমান তন্নি ঠিকাদারগণ ইউপি সদস্য ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন এবং সাংবাদিকগন।