দেড় মাসেরও কম সময়ে তিন কার্য দিবসে সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষে খুলনার রূপসা থানার মাদক মামলার এক আসামীকে তিন বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোঃ সাইফুজ্জামান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হল- নগরীর খালিশপুর গোয়ালপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ মনিরুল ইসলাম মনির (২৮)। রায় ঘোষণাকালে আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ রকিবুল ইসলাম নথির বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২২ মে নগরীর রহিমনগর কাস্টমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০০ পিস ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এস আই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে মারুফ মনিরের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন (যার নং-৭)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ হাসানুজ্জামান আদালতে মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাড. তৈয়েবুর রহমান।
উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত আসামী মনির খালিশপুর থানার মাদক মামলায় নয় বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত।