খুলনায় দুর্ঘটনা রোধে মহাসড়কে বেপরোয়া গতি ঠেকাচ্ছে ‘স্পিড গান’ ।। চ্যানেল খুলনা
খুলনায় দুর্ঘটনা রোধে মহাসড়কে বেপরোয়া গতি ঠেকাচ্ছে ‘স্পিড গান’বেঁধে দেয়া গতি না মেনে গাড়ি চলাচল ঠেকাতে মহাসড়কে বিশেষ যন্ত্র ব্যবহার শুরু করেছে খুলনা মেট্রাে পলিটন পুলিশ। এই যন্ত্রের নাম ‘স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন’ বা ‘স্পিড গান’। কোনো গাড়ি নির্ধারিত গতি সীমা না মানলেই ধরা পড়ছে এই যন্ত্রে, আর ব্যবস্থা নেয়া হচ্ছে তাৎক্ষণিক।বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম চালানো হয়। এসময় বেশ কিছু থ্রী হুইলার গাড়ি ঘন্টায় ৪০কিঃমিঃ এর বেশী গতিতে চালানোর দায়ে ১৪২ ধারায় মামলা দেওয়া হয়। এবং পরবর্তিতে আইন মেনে গাড়ি চালানোর জন্য সতর্ক করে দেওয়া হয়।#চ্যানেল_খুলনা#ChannelKhulna#channelkhulna.tv
Posted by Channel Khulna on Thursday, March 28, 2019