খুলনায় বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় খুলনা অফিসের আয়োজনে খুলনা প্রেসক্লাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়। বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম সোহাগ, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু বকর মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচীব মোজাম্মেল হক হাওলাদার, বিএফ ইউজের সাবেক নির্বাহী সদস্য আছাদুজ্জামান রিয়াজ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হাসান জনি, খুলনা ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাপ্পি খান, সাংবাদিক আ. হালিম, তৌহিদুল ইসলাম তুহিন, সময়ের খবরের স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার প্রবীর বিশ্বাস, দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি এমডি অসিম, মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক, এস এ টিভির রকিবুল ইসলাম মতি, রিতা রানী মন্ডল, হাসানুর রহমান তানজির, মো.মিজানুর রহমান, সময় টিভির ক্যামেরা পার্সন আবুল বাশার, বাংলা ভিশনের ক্যামেরা পার্সন আরিফ বিল্লাহ,মাছরাঙ্গা টিভির ক্যামেরা পার্সন এস এম মিলন, বাংলা টিভির ক্যামেরা পার্সন মো. জালাল শেখ, নিউজ ২৪ এর রফিক আলী, মোহনা টিভির মাহফুজুর রহমান সুমন, আমিনুর রহমান বাবু, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, যুবলীগ নেতা মো.হারুন মোল্লা, শাহনেওয়াজ টিংকু, , ছাত্র নেতা মো. মিরাজুল ইসলাম, শেখ সানজু আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম ও ক্যামেরা পার্সন জালাল শেখকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিথিরা বাংলা টিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা টিভি মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় এবং দেশের গনতান্ত্রিক ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে।