নিরাপদ কৃষির আকাঙ্খায় খুলনায় আত্মপ্রকাশ ঘটলো নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি কৃষকের চাষাবাদের স্বাধীনতা, বীজ সংরক্ষণের মাধ্যমে কৃষকের বীজের নিরাপত্তা, রাসায়নিক সার এবং বিষমুক্ত সবজি, ফল ও ফসল উৎপাদনে কৃষককে উৎসাহিত করা একই সাথে কৃষক যাতে নিরাপদ সবজি ও ফলের লাভজনক দাম পায়, তার জন্য প্রচারাভিযান পরিচালনা ও নানামুখী উদ্যোগ গ্রহণ করতে কাজ করবে। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর সহযোগিতায় আজ ২১ ডিসেম্বর খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। সংগঠনের অন্যতম উদ্যোক্তা এসকেএমডি বাহ্লুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মনিরুল ইসলাম রিপন, খুলনা কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ড. ফেরদৌস , ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিচক্ষণ মন্ডল, এডাব খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড, বিশিষ্ট সাংবাদিক আবু তৈয়ব, লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, দিপ্তী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাফায়েল খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সদস্য সচিব শরিফুল ইসলাম সেলিম, সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু,কৌশিক দে বাপী, মো: বেল্লাল হোসেন সজল, ধ্রব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগ, উদীচী খুলনা জেলা সংসদ-এর যুগ্ন আহবায়ক আকবর হোসেন, মোফারসের হোসেন প্রিন্স, সোয়েব সাকি, মেহেদী হাসান প্রিন্স, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ প্রমুখ:। অনুষ্ঠানে এসকেএমডি বাহ্লুল আলমকে আহ্বায়ক ও অন্যান্য আগ্রহীদের সদস্য করে একটি কমিটি ঘোষণা করা হয়।
গঠকরা জানান, গড়ে ওঠা সংগঠনটি সচেতন তরুণদের একটি প্লাটফরম। সংগঠনটি রাজনীতি সচেতন ও দল নিরপেক্ষ থেকে নিরাপদ কৃষির গুরুত্ব নিয়ে কাজ করবে। কৃষিতে বহুজার্তিক কোম্পানির আগ্রাসন রুখতে কৃষকের পাশে থাকবে নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চ।