সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ
খুলনায় পর্যাপ্ত গণপরিবহন চালুসহ ৫ দফা দাবিতে আগুয়ান ৭১ ও নিসচা’র মানববন্ধন | চ্যানেল খুলনা

খুলনায় পর্যাপ্ত গণপরিবহন চালুসহ ৫ দফা দাবিতে আগুয়ান ৭১ ও নিসচা’র মানববন্ধন

16
Share

আগামী ১ মাসের মধ্যে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন (বাস) চালুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেন আগুয়ান-৭১ ও নিসচা (খুলনা মহানগর)। বুধবার বেলা ১১টায় দৌলতপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ৫ দফা দাবি শুধু আগুয়ান-৭১ কিংবা নিসচা’র নয় বরং এটি খুলনার গণমানুষের দাবি। খুলনা শহরে লোকাল বাস-গণপরিবহনের অভাব আজ নতুন নয়। শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকেরই যাতায়াত বাবদ প্রত্যেকদিন একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। নগরীর বহুল ব্যবহৃত সড়কের যানবহনগুলোর এমন ভাড়া বৃদ্ধি সাধারণের স্বতঃস্ফূর্ত চলাচলের অন্তরায়। এসব অবৈধ ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া প্রত্যেক গাড়ির সাথে যুক্ত থাকতে হবে। খুলনা শহরে গণপরিবহনের (লোকাল বাস) সংকট এই দূর্ভোগকে আরও ঘনীভূত করেছে। বক্তারা আরও বলেন, আগামী এক মাসের মধ্যে খুলনায় বি.আর.টি.সি’র দুইতলা বিশিষ্ট বাস চালু করতে হবে এবং সকল অবৈধ-লাইসেন্সবিহীন গাড়ি উচ্ছেদ করতে হবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আগুয়ান-৭১ এর সভাপতি আবিদ শান্ত, নিসচা খুলনা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর শেখ মোঃ আলী। উক্ত মানববন্ধনে খুলনার বিভিন্ন সংগঠন থেকে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিল, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন, ক্ষুধা মুক্ত আন্দোলন, আলোর মিছিল, জাতীয় কবিতা পরিষদ খুলনাসহ খুলনার বিশিষ্ট সংগঠন ও নাগরিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, আগুয়ান-৭১ এর উপদেষ্টা ম-লীর সদস্য এল কে টফি, ইমদাদ আলী, সদস্য রৌফুন শাম্মী, সাদমান তুষার,আজাদ তাকিন, ইয়াসিন হাসিব, সেলিম মোঃ সম্রাট, বিপ্লব , সাজিদ, আকাশ, সিরাজুল ইসলাম প্রমুখ।

খুলনা মহানগর আরও সংবাদ

খুবির শিক্ষার্থী ও শিক্ষক বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুজিববর্ষে নতুন ঘরসহ জমি পাচ্ছে খুলনার ৯২২ পরিবার

পরিকল্পিত উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি: সিটি মেয়র

খালিশপুরে দরিদ্রদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি মেয়র

চার হাজার টাকার জন্য তালাবদ্ধ ভাড়াটিয়া, ছয় মাসের শিশুর মৃত্যু

খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.টিভি
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ২৬/১ শান্তিনগর, ট্রপিক্যাল রাজিয়া কমপ্লেক্স, ঢাকা-১২১৭।
ফোন- 01704-408030, ই-মেইল: [email protected]